নষ্টা আয়নার পাপড়িগুলোতে – রাহুল গাঙ্গুলী
গভীরতা ও সিঁদুর।(কে?) বেশী চমকায়
অশ্লীল তাজমহল।চুষলে (লাল) বালি-ছাদ
কেঁপে ওঠে নগ্নতা।আদর স্পর্শে ঝুরো বর্ষা
রাস্তা ও পথ।মুখোমুখি প্রমুখ
স্লেট-পেন্সিল মেঘ : মেথি-কপাল জুড়ে মেরুন
মেরুন জুড়ে কপাল-মেথি : মেঘ-পেন্সিল স্লেট
প্রমুখ মুখোমুখি।পথ ও রাস্তা
বর্ষা ঝুরো স্পর্শে আদর।নগ্নতা ওঠে কেঁপে
ছাদ-বালির (লাল) চুষলে : তাজমহল অশ্লীল
চমকায় বেশী (কোথায়?)।সিঁদুর ও গভীরতা
পাপড়িগুলোতে আয়না নষ্টা—
মোম-গুহা খুলে ফেলে জিওনকাঠি সময়
লাল ও মেরুন : মেরুন ও লাল।মাখামাখি
Wawwwww
ফাটাংফাটি দাদা
ভালোবাসা ভাই