আমার এ লেখা – মন্দাক্রান্তা সেন
সীমান্ত সেজে ওঠে অস্ত্রে ও শস্ত্রে
যখন পড়েছে টান খাদ্যে ও বস্ত্রে
সেসব সমস্যা কি? আমি-মানি-জানিনা
শ্রমিক কৃষক মরে? অতসব মানি না
আমি এক ভারতীয়, চাই শুধু যুদ্ধ
বাকি সব ভুলে গেছি আগামুড়োসুদ্ধ
দু’টো বোম ফেলে এলে ওপাশের দেশটায়
দু’মুঠো জুটবে কিছু? খিদেতে ও তেষ্টায়?
গোলি মারো প্রশ্নতে গোল্লায় যাও রে
দুশমন মেরে ফুসমন্তর গাও রে
এদেশের কোণে কোণে সীমাহীন দৈন্য
সীমান্তে মরে যায় নামহীন সৈন্য
তুমি মরো আমি মরি বাঁচে শুধু গদিটি
যদি বেঁচে থাকতাম — ভাবো এই ‘যদি’টি
তাহলে এ দেশ হতো শান্তির রাজ্য
তোমার আমার এই স্বপ্নকে গ্ৰাহ্য
না করে পাঠায় যারা দেশ উচ্ছন্নে
আমার এ লেখা তারই ধ্বংসের জন্যে
বেশ সুন্দর..
পড়ে খুব ভালো লাগলো ❣️❣️
বৃষ্টিরা এখন লাল রঙ গায়ে মেখে নিয়ে ঝরে পড়ছে। ভিজছি আমরা আর আমাদের সাত সতের। আর সেই আঁশটে বৃষ্টি ভেজার দিনে আমাদের গান ও গগন, পথ ও পথ্য, ধ্যান ও ধান একবিতা। এক আকাশ শুভেচ্ছা।