বসন্ত – তৈমুর খান
বসন্ত দেখতে এলাম। তোদের আবার বসন্ত!
চারপাশে হাড়ের স্তূপ। ঝাঁক ঝাঁক কাক উড়ছে।
চিৎকার করছে ভিখিরিরা।
কারও পরনে কাপড় নেই। হৃদয়ে হৃদয় পুড়ে ছাই
হাতে হাতে সভ্যতার থালা …
এসে আর ফিরে যাবার রাস্তা নেই
দুর্ভিক্ষে টেনে ধরছে হাত পা—
রাস্তার ধারে স্বপ্নদের বাড়ি
একবার সেখান থেকে আগুন চেয়ে আনি
চলো কেমন আছে ওরা দেখি !
আজ কোকিল ডাকার মতো শব্দ নেই
ফুল ফোটাবার মতো রং নেই
বিজ্ঞাপন লেখার মতো বাক্য নেই
আত্মগোপন করার মতো রাত্রি নেই