|

প্রেম – সুতপা

শেয়ার করুন

শব্দ। প্রতিশব্দ।
সাতচললিশ, একাত্তর, বিরানব্বই, বিশ উনিশ…
তলিয়ে যাওয়া স্মৃতি রাত জাগে
অতীতের গহন ফুঁড়ে।
জন্মভূমি জরাসন্ধ হয়
বিনা দোষে।

তবু জেন…
এ আমার দেশ।
আমার জন্মভূমি।
আমার ভাষা।
আমার প্রেম।
সবুজ ঘাস আর লাল প্রান্তরের ডাকে
তোমার কপালে মুছে দেব
সীমানার বলিরেখা।

শেয়ার করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *