চুপ কথা – অনিন্দিতা সেন
চুপ কথা যত গল্প হয়ে ছড়াক কথার
মেঘ,
মেঘালয়া কথারা চলে দিনের পিছে
পিছে,
মোহ জড়ানো আবেশ দ্যাখে নির্ভার সে
আবেগ
আমার আমিকে হারাই যখন ধূপছায়ারই
বাঁকে!
মনে রাখা সেই রূপকথারই সম্মোহনের
ডাক,
সব ফেলে দিয়ে ছূট্টে আসা…… বাঁশিওয়ালার
হাঁক,
উপেক্ষিত আদর তখন জানালার ফাঁকে
ফাঁকে
হৃদয় যেভাবে বুক পেতে দেয়….. নিরলস ছবি
আঁকে।