সময়ে, সময়ে গলাগলি হয়
চেঞ্জ হয়ে যায় লাল আলো জ্বলা গলি
যন্ত্রণা দুগালে জড়িয়ে মেয়েটির
বিপরীত মুখে বয়ে যাওয়া স্রোতে
লেপ্টে যায় কালো রঙ
নিজের সামনে আয়না, কোনদিন দাঁড়ায়নি
তবু অবৈধ শিশির গুড়ো মিশে যায়–
মেয়েটির অবুঝ সবুজ শিরায়
পলাশ নামক শব্দ তালুর রেখায় পুরেনি
মাখতে চাইনি আবির।বসন্ত এসেছে
লোমকূপে তার ঝুরো ঝুরো নিসপিসে হাত
শুকনো স্তনে আজ দুধের চড়চড়ানি
স্রেফ,কিছু প্রশ্ন চিহ্ন ঝুলে থাকে রাতের
আকাশে।উত্তর… দায়বদ্ধতার ভার…