যুদ্ধবাজদের উদ্দেশ্যে কিছু কথা – মন্টু মিত্র
যুদ্ধ চেয়ে তোমার কী কোনো লাভ হয়েছে
হে আমার মহাদেশ এশিয়া ?
হিরোশিমা দিবস তোমার চোখে অশ্রু উদ্গত করে না?
না কী, চোখ বন্ধ করে থাকো
ওই দেশের ধনতন্ত্রের লিপ্সার সংস্কৃতিতে?
ইতিহাসের পাতায় শুধু লুন্ঠনের পতাকা – যুদ্ধ
পাতা উল্টিয়ে দ্যাখো কতো কতো সাম্রাজ্যের উত্থান পতন
মানুষের মৃত্যু ধ্বংস – এই ট্রাডিশন যুদ্ধের
আজ পৃথিবী যুদ্ধে পঙ্গু হয়ে গেছে।
তবুও হৃদয়ে করুণা নেই, ব্যথা নেই হে উদাসী এশিয়া?
আজও ভেরী বেজে চলেছে যুদ্ধের তোমারই
বিষম কাটা ছেঁড়া শরীরে –
আজ পাঞ্চজন্যে নতুন ঘোষণা আনো হে মহাদেশ
যুদ্ধ নয়, শান্তির দরজা জানলা খুলে যাক।