কলম কেন লিক করে – মলয় রায়চৌধুরী
আমরা ভাবি কবিতা লিখে যুদ্ধ থামিয়ে দেবো
কবিদের কেউই পাত্তা দেয় না
পাত্তা দেয় বিজ্ঞানীদের, যাঁরা
নতুন নতুন অস্ত্র আবিষ্কার করে চলেছেন
তা প্রয়োগ হয়ে চলেছে ছোটো যুদ্ধগুলোয়
বাড়ি ঘর শহর মনে হয় পাঁপড়ের তৈরি
যুদ্ধ কখনও ফুরোবে না, আমরা ফুরোবো
দেশে-দেশে সৈন্যদল থাকবে, আমরা হাত কামড়াবো
একদল শাসককে টেনে নামাবে এক যুদ্ধ
তাদের টেনে নামাবে আরেক যুদ্ধ
আমরা সাধারণ মানুষ সিঁটিয়ে থাকবো
বড়ো যুদ্ধ ছোটো যুদ্ধ মাঝারি যুদ্ধের ভয়ে
যাই হোক, তবুও যদি কবিতা কোনো কাজে দ্যায়
কবিদের তো এছাড়া আর কোনও গতি নেই…