ভাষা শহীদ দিবস : ফাউজুল কবির এর কবিতা
খন শব্দের সাথে
যখন শব্দের সাথে আমাদের ভালোবাসা জাগে
পূর্ণতার দিকে যাত্রা শুরু হয়–
যাত্রা মানে জানো? বুকে জাগরণ অশ্বের টগবগ
চিত্তে শিহরণ দূর ভবিষ্যৎ আকাশ ভ্রমণ:
বাংলাভাষা আজ পবিত্র প্রতীক হৃদয় পলাশ
গুচ্ছ গুচ্ছ রক্তজবা কৃষ্ণচূড়া অথবা করবী
শুধু অনির্বাণ আগুন ছড়ায় আগুনের লুয়া–
অগ্নির চেয়েও জীবন্ত উত্তাপে তাপিত হৃদয়
লেলিহান শিখা বিস্তারিত হচ্ছে ধ্বনির ব্যালেতে
ঢেউ উঠছে ঢেউ কবিতায় গানে সবুজে মধুরে
মহত্তম বর্ণে রক্তের চরিত্রে খচিত উপমা
কী আশ্চর্য এই ভাষা যার নাম—রক্তে বীরোত্তম
বীরের আরেক নাম বাংলাভাষা বাঙালির ভাষা:
যখন শব্দের সাথে আমাদের ভালোবাসা জাগে
সুন্দরের দিকে যাত্রা শুরু হয়–
সাহসেরা ডাকে সম্মুখের দিকে নীলের লাবণ্যে।
চক্ষু নাই বক্ষ নাই
জলের উপর দাঁড়িয়ে ছিলাম
ঢেউয়ের মাথায়
মানব পু্রুষ
তোমরা কেউ দেখ নাই-দেখ নাই
তোমাদের চক্ষু নাই চক্ষু নাই—
আলোর ভেতর লুকিয়ে ছিলাম
আলোর হৃদয়
অনন্ত খেলায়
তোমরা কেউ দেখ নাই–দেখ নাই
তোমাদের চক্ষু নাই চক্ষু নাই—
চোখের ভেতর ঘুমিয়ে ছিলাম
হাজার বছর
জনম জনম
তোমরা কেউ দেখ নাই–দেখ নাই
তোমাদের চক্ষু নাই চক্ষু নাই—
মনের ভেতর সাঁতরে ছিলাম
যুগ যুগান্তর
মাছের আনন্দে
তোমরা কেউ দেখ নাই–দেখ নাই
তোমাদের চক্ষু নাই চক্ষু নাই—
বুকের ভেতর জেগেই ছিলাম
হাছন লালন
কবীর রজব
তোমরা কেউ দেখ নাই–দেখ নাই
তোমাদের চক্ষু নাই চক্ষু নাই—
চোখের ভেতর বক্ষ নাই বক্ষ নাই।