অপরিচিত – চন্দ্র
চিনতে পারছ আমায়?
রোমকূপ মোর উল্লাসিত,
জয়ের রক্ত জামায়
উদ্দ্যত ওই তলোয়ার আজ
কার সাধ্যি থামায়,
চিনতে পারছ আমায়?
আমাকে তোমরা লেলিয়ে দিয়েছ
অস্ত্রকে করে বন্ধু
আমি বয়ে গেছি
নিলনদ থেকে নেভা নদী হয়ে সিন্ধু।
আমার মৃত্যুতে বলিয়ান হয়ে
সভ্যতা কর চাষ,
আমিই কেড়েছি আমার আপন
সিজারের নিশ্বাস।
আমিই যদিও স্বাধীনতা আনি
ধ্বংসের ফেরি করে
সেই ফেরি মোর স্বার্থক হয়
পুত্রহারার ক্রোড়ে।
বিনিময়ে তুমি ভাল থেক তবু
আমিই মারব তোমায়,
আজ নয় যেন, অন্য কখনো
অন্য কোনো সময়।
আমাকে তুমি জন্ম দিয়েছ
ঠিকানা দিয়েছ মৃত্যু
ভুলে গেছ আমি তোমাদের মত
সভ্যতারই শত্রু।