ফুলের কাছে – বদরুদ্দোজা শেখু
ফুলের কাছে যাও
নিঃশব্দে দাঁড়াও
দ্যাখো, অবলোকন করো
অনুভব করো ওর সৌন্দর্যের প্রাচুর্য
অনুধাবন করো ওর মুখরিত মধুরিমা
অনুসরণ করো ওর অনুচ্চার প্রেমের মাহাত্ম্য
ওকে স্পর্শ ক’রে দ্যাখো, কিন্তু তুলিও না
তাহলে ও ঝ’রে যাবে, ম’রে যাবে
সৌন্দর্য ম’রে যাবে
সুগন্ধ ঝ’রে যাবে
আনন্দ ঝ’রে যাবে
বাতাস বিবর্ণ হবে
পরিবেশ নির্বান্ধব হবে ।
ফুলের কাছে যাও
ফুলগাছের পরিচর্যা করো
অন্তরকে ফুল ক’রে ফোটাও
একমাত্র ফুল-ই দিতে পারে
পৃথিবীকে সুন্দরের পথ, শান্তির পথ
ফুলের কাছে যাও
হিংসা নয়, অন্তরে অহিংসার ফুল ফোটাও
ফুলের কাছেই যাও, ফুলের কাছেই