একুশ প্রাণহরা এক আকাশ – রিজোয়ান মাহমুদ

শেয়ার করুন

বায়ান্নর ঘুড়িটি আমার ছিল।
রক্তঝরা মাটির চিৎকারে জন্মের ফাগুন — সে-ও
আমাদেরই ছিল। ভাষা সে আমার মা বেঁধেছে বর্ণের অনুরাগ। ভাষাকে দেখেছি অর্থাৎ আমার মা’কে হেঁটে যেতে দেখেছি গহীন অরণ্যের দিকে। ভাষা আকাশের বুকে কবুতরের পালক হলে উড়িয়ে দিয়েছি মেঘ ও রৌদ্রে।
জব্বার ও বরকত সালাম রফিক-এর ক্ষত বুক লাল অক্ষরের রোদ নিয়ে বসে আছে সারাদিন — ওঁরা ভাষার সন্তান! আমি শুধু দেশই খুঁজেছি একুশের রক্তাভ ধ্বনিতে,,, 
তিলপর্ণিকা আহা! সে এবার ফুটবে একুশের জলে! আমার পরিচয়ের খাতা বাংলাফুল!!   

শেয়ার করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *