এ যুগের দাবী – তুলসীদাস ভট্টাচার্য
আবারও আমরা হাঁটবো মিছিলে
এবার আর দুমুঠো ভাতের জন্য নয় ।
এখন ঘরে ঘরে অন্ত্যোদয়,বি পি এল
এখন পাড়ায় পাড়ায় সজলধারা ,
যুগের সাথে বদলে গেছে দাবীও ।
রাজনীতির ম্যানিফেস্টোয় মুছে দেবো
মোটা হরফের লেখাগুলি ;
একটা ধোঁয়াহীন পৃথিবী
সবুজ পাতার নীচে জিরিয়ে নেবার
একটু অবসর চাই ।
চাঁদের পাহাড়ে আর খোঁড়াখুঁড়ি নয়
এসো,পৃথিবীটাকেই আরও সবুজ করি।
প্রত্যেকের ভেতর যে অরণ্যের অন্ধকার
সেখানে চাই সূর্যের একটু আলো।
তাহলে বিজ্ঞাপনের নীচে আর লুকিয়ে থাকতে হয় না।
আবারও আমরা হাঁটবো মিছিলে
একটা ধর্ষণমুক্ত সমাজ চাই ,
একটা যুদ্ধমুক্ত পৃথিবী চাই,
পাশ দিয়ে বয়ে চলা ছোট্ট একটা নদী চাই,
আর প্রেমের একটা বৃত্ত চাই ।