দৌরাত্ম্য – জয়ন্ত ব্যানার্জি
দুনিয়ার সব স্বৈরাচারীরা বোমা নিয়ে
করছে খুন নৃশংসভাবে,ঝরছে রক্ত মুষলধারাতে
হচ্ছে নষ্ট কত রক্ত,কত সংসার,কত প্রাণ
তারা কি জানে না তারাও কারো না কারো সন্তান?
সত্যের চোখে কাপড় দিয়ে,কানে বন্দুক ঠেকিয়ে,
গাইছে গুণ মিথ্যে শান্তির বাণীকে নিয়ে।
কানে বাজে শুধু মিথ্যে মাইক্রোফোনের ভাষণ,
বন্ধুর হাতে হাত রেখে মিথ্যে প্রতিশ্রুতির মতন।
আগে চাই নিজের আনন্দ,
পাশে আছে রাইফেল আর কড়ির গন্ধ।।
জেদে নিমজ্জিত সব কিছু হচ্ছে নষ্ট
মানুষের অধিকার এখন যৎসামান্য।
বাড়ছে অপরাধের দৌরাত্ম্য,
কোথায় আছে সেই উত্তর নেতাজির অন্তর্ধানের রহস্য?
সব দেখেও নিঃশ্চুপ, আমরা ধর্মপুত্র।।