জুলাই-আগস্ট ২০২০ – অমিতাভ গুপ্ত ( কবিতার সূত্রে আত্মকথন পর্ব ৩ )
এবারের আত্ম-উন্মোচনের পর্যায়ে ইচ্ছে হয়েছে একটু বেশি স্বচ্ছন্দবাক হতে। ধারাবাহিক এ রচনাপ্রয়াসের কোনও পাঠক-পাঠিকা যদি উপস্থিত থাকেন, মার্জনা করেন যেন আমাকে। সর্বশেষ সংখ্যায় গত শতকের নব্বইয়ের দশকের সূচনালগ্নে অর্থাৎ রাষ্ট্র অনুমোদিত হওয়ার জন্য অধীর সাম্প্রদায়িকতার মহারথযাত্রার ভূমিকা পর্বটিকে ছুঁয়ে, ওই সময়ের স্পন্দনে ইতিহাসের ও বর্তমানের আর্ত মানবসত্তাকে খুঁজে, রচিত ‘বুলন্দ্ দরওয়াজা’ প্রসঙ্গে কথা উঠেছিল। ‘বুলন্দ্…