হারিয়ে যাওয়া শারদোৎসব – অমিতাভ গুপ্ত ( কবিতার সূত্রে আত্মকথন পর্ব ৪ )
এই সিরিজের অন্যান্য লেখা গুলি পড়তে উপরের কবিতার সূত্রে আত্মকথন ট্যাগে ক্লিক করুন। ‘আপনপাঠ ওয়েবজিন’-এ নিজের কবিতাযাপনের যে-কথা বলার সুযোগ পেয়েছি তারই সূত্রে এবার সম্পাদকীয় পরামর্শ এল বাল্যের–কৈশোরের–যৌবনের শারদোৎসবের কিছু স্মৃতি পুনরুদ্ধারের। যে স্মৃতি সর্বদা সহচর নয় তাকে নিশ্চয় পুনর্বার উদ্ধার করতে গেলে অবচেতন থেকে চেতনে একটি স্বেচ্ছামূলক চলাচল প্রয়োজন হয়। ওই চলাচলে আবার দু-একটি…