অনুরোধ – চিরঞ্জিৎ তা
যাও সুখ উড়ে, প্রাসাদটা ছেড়ে,
যাও তুমি ওদের কাছে ;
যারা দীন হীন, অনাহারে ক্ষীণ,
প্রতিদিন ব্যথা নিয়ে বাঁচে ।
শোন তুমি বলি ওগো সুখডালি,
যে প্রাসাদে আছ তুমি আজ ;
তার গায়ে কত আছে শত শত
শ্রমিকের শোণিতের কাজ !
এ সমাজ তবু দেয় না তো কভু,
গণিতে শোণিতের মান ;
অনাহার তাই করে দেয় ছাই,
মজুরের অমূল্য প্রাণ ।
ফসলের মাঠে যারা রোজ খাটে,
তারাও তো ব্রাত্য এ সমাজে,
নিজ হাতে বোনা ফসলের কণা
লাগেনা তাদের কোনও কাজে ।
ছিন্ন বসনে ওরা নির্বাক, আধমরা,
যাও তুমি ওদের ঐ দ্বারে,
দাও সুখ অনন্ত, আন চির বসন্ত,
বল হেসে, “এসেছি গো তোমাদের ঘরে”
দেখো ওরা বল পাবে, হাসি মুখে কথা ক’বে,
রচবে উজ্জ্বল এক সরণী,
যে সরণীর দুই ধারে, জন্মাবে থরে থরে,
শস্য শ্যামলা এক ধরণী ।