উত্তরে উদ্বুদ্ধ – মন্দাক্রান্তা সেন
যুদ্ধবিরোধী কাব্য লিখব যুদ্ধের ময়দানে
হে বন্ধু তুমি ভুল বুঝো না গো এই কবিতার মানে
যে যুদ্ধ শুধু হিংস্রতা বোঝে তারই চরম বিরুদ্ধে
আমরা আজকে রুখে দাঁড়িয়েছি যুদ্ধ-বিরোধী যুদ্ধে
আমাদের হাতে অস্ত্র না, আছে উদ্ধত লাল পতাকা
বুঝিয়ে বলো তো আজ আমাদের প্রাণের মূল্য ক’টাকা
যুদ্ধবাজরা হিসেব বোঝে না ওরা তো গোণে না লাশ
ওদের দখলে সভ্যতা গেলে সমূহ সর্বনাশ
তাই আমি আজ কলম ধরেছি, কলম আমার হাতিয়ার
তুই ধর তোর নিজের অস্ত্র যখন যা পাস সাথী, আর –
অন্যায় যত যুদ্ধ ঠেকাতে শুরু কর তোর যুদ্ধ
হামলাবাজকে করব নিকেশ উপড়ে শিকড়সুদ্ধ
আয় হই আজ যুদ্ধের মুখে উত্তরে উদ্বুদ্ধ