পশ্চিমবঙ্গ এবং – অনিমেষ সিংহ
পারস্পরিক পর্দাটা সরে গেলে দেখি,
সুগম মরুপথে সারিবদ্ধ পতঙ্গ মিছিল
কোথায় যায় তারা রোজ, নত মস্তক!
আমাকে ডুবিয়ে রাখে টাইগার হিল।
বহুপরে,
সূর্যটা ওঠে ছায়াদের ছাদের উপরে।
রাঙা হয় খোঁয়াড়ের ভগ্ন-পাঁচিল
ভাঙণের রাস্তা দেখে খটাশের চোখ
আর দেখে, বিধূমতী আকাশের চিল।
আমাকে খাওয়ার লোভ আমারই ভিতর।
তুমিও লোভোনীয় মৎসগন্ধা ঝিল;
তোমাকে গোগ্রাসে খায় দখিনা বাতাসে,
অশোক কেবিনে রাখা আমার কাতিল।
খাদ্য-পিরামিডে রঙের তালিকা বাড়ে,
লালা ঝরে মানুষের কামধেণু ঠোঁটে,
মরুভূমি জিতে যায় যে কারণে হররোজ
বুকের নিকটে থাকা উটেদের ভোটে।
সব রস উবে যায় সময়ের তীব্র খরায়
পুড়ে যায় নদী-মাতৃক ধানক্ষেতও!
অথচ আমরা মেঘের মন্ত্র শিখেছিলাম,
উল্টো ছাতায় কতো বৃষ্টি ধরা যেত।