ডেসটিনেশন ফ্রিডম – ব্রতশুদ্ধ

শেয়ার করুন

অটোরিক্সার গোলাপি প্রাণ
এরপর আর ফিরে তাকায়নি ।
আমি হাঁটছিলাম পিছু পিছু আমার মলিন কাঁধে
-একটা আফসোসের বোঁচকা নিয়ে ।
দমবন্ধ হয়ে পড়ে থাকা অক্সিজেন সেবিদের
নার্কটিক ডিপার্টমেন্ট খুঁজছে আজ বেশ কিছুদিন ।
আটক হবার আগে আমিও হাঁটবো । কাঁধে উত্তাপ
অথবা ধারালো কোন ছুরি গেঁথে ।
আমি হাঁটবো সে অব্দি যেখানে
পায়রা হয়ে ধরা দেবে একরাশ উত্তুঙ্গ মেঘ ।
কামনা হয়ে ধরা দেবে পাথরের গায়ে কবিতা লেখা কোন টলমল জল ।
আমি সে অব্দি হাঁটতে চাই । যেখানে সাইরেন বাজিয়ে বলা হবে
“তোমাদের মুক্ত হতে আর কোন বাঁধা নেই”

শেয়ার করুন

Similar Posts

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *