ছদ্ম বৈপ্লবিক – অহিন্দ্রিলা মুখার্জ্জী
চতুর্দিকে চাপ চাপ রক্ত ছড়িয়ে ছিটিয়ে
মিত্রপক্ষ নাম দিয়েছে
“বিপ্লবের রক্ত”!
আর শত্রুপক্ষরা নানা নামে অলংকৃত
করে চলেছে।
বুদ্ধিজীবীরা স্ক্রিপ্ট হাতে তৈরী
ক্যামেরার সামনে বসতে।
প্রশ্ন করলাম তাকে “আমাকে একটু বুঝিয়ে
দেবেন, একটি দুবছরের কোমল শরীরের রক্ত
বিপ্লবকে ঠিক কতখানি সাফল্য মন্ডিত
করবে??”
অথবা ওই রাস্তার মোড়ের চা এর দোকানের দিদিমার রক্ত
কতটা এগিয়ে দেবে বিপ্লব কে???
স্ক্রিপ্ট হাতরে উত্তর খুঁজছেন??
পাবেননা।
আসলে প্রতিদিন হৃদয়ের কুঠুরিতে
আমরা হিটলার স্তালিন দের পুষি।
তাদের কর্মগুলো নীতি কে লালন পালন
করি।
আর বিপ্লবের নানা মোড়কে মুড়ে পথে
পথে ফেরি করি।
আমরা প্রত্যেকেই রক্তের ওই নোনা স্বাদের মাঝে
বিপ্লব খুঁজি
তা সে আসুক বা নাই আসুক