ভ্লাদিমির ইলিচ লেনিন ও দুনিয়া বদলের শিক্ষা – রামকৃষ্ণ ভট্টাচার্য
আপনাদের কাজ সফল হয়েছে।… … … … … … … …আপনাদের কাহিনী চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেএ দুনিয়াকে বদলে দিতে গেলে কী কী লাগেক্রোধ, একাগ্রতা, তাল, বিদ্রোহী চিত্ত,দ্রুত ঝাঁপিয়ে পড়ার ক্ষিপ্রতা, গভীর চিন্তার স্থৈর্য,নিরুত্তাপ সহ্যশক্তি, অসীম অধ্যবসায়,একক ও সমগ্র—বিশেষ ও সাধারণ—দুইই উপলব্ধির ক্ষমতা।বাস্তবকে সম্যক বুঝে, তবেই না পারবোবাস্তবকে আমূল বদলে দিতে। —বের্টোল্ট ব্রেখ্ট ভ্লাদিমির ইলিচ উলিআনভ…