বর্ষশেষের কলকাতা : কলকাতার ক্রিকেট (পর্ব ৮) – সুমিত গঙ্গোপাধ্যায়
অষ্টম পর্ব ১৯২৮ সালে বোর্ড তৈরি হওয়ার পরেই স্থির করা হয় ১৯৩০-৩১ মরশুমে এম সি সি আসবে ভারতে। তখন ইংল্যাণ্ডের ক্রিকেটের নিয়ম স্থির করত এম সি সি। ট্যুর ম্যাচ এই নামেই খেলত তাঁরা। টেস্ট খেলত ইংল্যাণ্ডের নামে। কিন্তু ওই বছর ভারতের রাজনৈতিক আবহাওয়া খুব একটা ভালো ছিল না ইংরেজদের পক্ষে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে তখন শুরু…