ব্যাকুল খুশবু – জামাল হোসেন
জন্মের সাংঘাতিক এই অনাগ্রহের কালে ,
আমাদের পবিত্র ভূমিতে মৃত্যু ভীষণ চর্চিত এখন।
আমার চোয়ালে লোহিত বিস্ফোরণ দেখেই তুমি জানবে দরদী,
এই মৃত্যু চর্চা আমার ভীষণ পবিত্র লাগে ।
বিশুদ্ধ পুরাণের মত।
মাংসের গন্ধে আমার সমস্ত চেতনা নমিত হয়ে আসে।
সারা শহর কামে সুবাসে ভরে দিবে,
এমন একজন সুহৃদ খুজেছি অনেকদিন। আমরা শহরের লোকেরা।
আজ আমাদের শহরে অসংখ্য সুহৃদ ব্যকুল খুশবু ছড়াচ্ছে অপার নিষ্ঠায়।
হে অন্তর্যামী ,প্রান সৃষ্টি এবং হরণের দায়
থেকে আপনি পেলেন অনায়াস মুক্তি।
আপনার আনন্দ , পুরাণে চর্চিত হবেন আপনি যুগান্তর।
আমার চোয়ালে রক্তের ফোয়ারাও একদিন গসপেল হবে । আপনি জানবেন ভীষণ।