বিকাশ – কৃষাণু নস্কর
ধপধপে সাদা একটা বক বসে আছে
ছোটো ছোটো কচুরিপানার উপর,
জলের মধ্যে ডুব দিচ্ছে ডাকপাখি,
খেলা করছে ঝিঁঝিঁপোকা, ফড়িং।
ঘাটের সিঁড়িতে সুরকি আর ভাঙা ইট বেরিয়ে
আসছে, পড়ে আছে বিসর্জনের কাঠামো
ভেসে আসছে ফুরফুরে বাতাস,
হালকা আঁচড় কেটে, জলের গা বরাবর।
এখানে আর কিছুদিনের ভিতরে,
একটা আর্টিফিশিয়াল লেক হবে
আর তার চারিদিকে থাকবে একটা
জগিং ট্রাংযাক আর ঝলমলে বাতির সারি।
খালের ধার বরাবর গজিয়ে উঠবে একাধিক
হাইরাইজ, আর সেখানে বসবাস করবে বলে
একটা একটা করে ব্যাঙাচি বেরিয়ে আসছে
জলের গভীর হতে, লাফিয়ে লাফিয়ে।