আমার দুর্গা – সুমন চক্রবর্তী
আমার দুর্গা
তন্বী তরুণী
স্বরলিপিহীন গান
আমার দুর্গা
দৃপ্ত কৃষাণি
কাস্তেতে বাধা তান।।
আমার দুর্গা
কবিতার লাইন
অমিত্রাক্ষর বটে
আমার দুর্গা
ক্ষুধাতুর মুখ
ময়নাপাড়র মাঠে।।
আমার দুর্গা
দৃষ্টিপ্রদীপ
স্নিগ্ধ শিশিরকণা
আমার দুর্গা
দুর্বার ঝড়
বহ্নি বীরাঙ্গনা।।
আমার দুর্গা
ক্রেমলিন গ্রাদ
বাঁশি সঙ্গীত হারা
আমার দুর্গা
কারবালা মাঠ
অমাবস্যার তারা।।
আমার দুর্গা
তৃষিত নদীর
অধরা, স্খলিত সুখ
আমার দুর্গা
একাকীই খোঁজে
শুধু বাংলার মুখ।।
আমার দুর্গা
বনলতা সেন
পান করে হলাহল
আমার দুর্গা
হয়েও হয়নি
অরুণিমা সান্ন্যাল।।
আমার দুর্গা
রেখেছে যে তার
ঘরটি নিষ্প্রদীপ
আমার দুর্গা
হোসেন মিঞাঁর
হয়তো ময়নাদীপ।।
আমার দুর্গা
শহীদের মা
মূর্ত আর্তনাদ
আমার দুর্গা
এ্যাফস্পার মুখে
জীবন্ত প্রতিবাদ।।
আমার দুর্গা
স্পর্ধার নাম
জ্বালে যে কুশপুতুল
আমার দুর্গা
নন্দিন বলে
হয়েছে চক্ষুশুল।।
আমার দুর্গা
মণিপুরের নগ্ন মিছিলে হাঁটে
আমার দুর্গা
কাশ্মিরী গাঁয়ে অহল্যা হয়ে বাঁচে।।
আমার দুর্গা
চিরকালই ছিল ভীষণই নিঃসহায়
আমার দুর্গা
মরেও বাঁচেনি কাকদ্বীপ-কাটোয়ায়।।
মরেও যে ওরা মরে না কখনও
বাঁচেও যে ওরা বাঁচারই জন্য
তাই, রাজপথে আজ মানুষের ঢল
নাই দলাদলি, মানুষই যে বল
হিয়া ভরা আশ শপথই যে শ্বাস
ছিন্ন আজই যে চেনা নাগপাশ
রক্তের ঋণ রক্তে শুধিবে
ব্যারিকেড নয় তাঁদের রুধিবে
পথচলা হোক চলার পথ
মাধুকরি হোক বিকল্প মত
মিছিলের মুখ মুখের মিছিলে
হয়েছে যে একাকার
ঈশান কোণে ঘনানো মেঘেতে
হবে যে ছত্রাকার
সকলেই আজ শর্মিলা চানু
সকলে অরুণা রায়
কল্লোলিনীর গৌরীরা আজ
ভয়কে করেছে জয়!
[চিত্রাঙ্কন : লেখক ]