ভোরের পাখি ভোরের পাখি
ঘুম ভাঙাতে ব্যস্ত তুমি
তাইতো করো ডাকাডাকি।
তোমার বুঝি ঘুম অাসে না
ভালো বুঝি কেউ বাসে না
তাইতো ওঠো ভোরের বেলা
কিচির মিচির সুরে
লাফাও তুমি গাছের ডালে
বেড়াও ঘুরে ঘুরে।
তোমার ডাকে ঘুম ভেঙে যায়
অমনি উঠি জেগে
তোমার উপর সত্যি তখন
অামিতো যায় রেগে।
অাকাশ কোণে সূর্য ওঠে
গাছে গাছে ফুলও ফোটে
নদীর বুকে নৌকা চলে
ছলাৎ ছলাৎ করে
কেমন করে তখন অামি
থাকবো বলো ঘরে।
মনটা অামার উরু উরু
বড্ড ভালো লাগে
এমন ছবি দেখার জন্য
তাইতো ওঠো অাগে?