মাতৃস্তন্য পান করা
শিশুর ছবি দেখে
যুগল ভ্রু হয় কি কুন্চিত?
অথচ জামা পিছলে গিয়ে
অন্তর্বাস দিলে উঁকি
সমাজ শঙ্কিত ।
“সুডৌল বুকের অধিকারী
হবার”বিজ্ঞাপনের ছবি
কাগজে রঞ্জিত।
অথচ সেই বক্ষ মাঝেই
গভীর ভাঁজ দেখা গেলেই
পোশাক টি গর্হিত।
লোলুপ দৃষ্টি কেন কেবল
ভারী বুকের ওপরেই
হবে বর্ষিত?
অথচ ক্ষীণকায়,সরু কটি
তন্বীটিই
বিশ্বে বন্দিত।
পতিতালয়ে লম্ফ হাতে
বুকের কাপড় সরিয়ে দিলে
। তবেই সমাদৃত।
অথচ যখন কাঠামো শুধুই
কেউ কি জানে প্রথম মাটি
কোথায় প্রলেপিত ?