আবার
বৃষ্টি এসেছে নেমে
আমার ব্যস্ত শহরের বুকে
আমি
জানালা দিয়ে
বাইরে তাকিয়ে আছি
হাত বাড়িয়ে
মেখে নিচ্ছি
জলক্ণার ভিজে ভাব
কেমন আছো
কি করছো
সবাই কেমন যেন আবছা
তুমি হয়তো
বৃষ্টি ভিজতে ভিজতে
পাড়ি দিচ্ছ কর্মস্থলে
আমি আজও
বৃষ্টি নামলে
ছুঁটে যাই পরিচিত রাস্তাতে
তোমার
ছাতাসংগী
হওয়ার অপেক্ষায়
ফুরিয়ে যায় সারাবেলা