অন্তজা – শুভদীপ রায়

শেয়ার করুন
শেষ পর্যন্ত তোমার কাছেই ফিরে আসি-
বারবার,
ক্ষতবিক্ষত অন্তঃকরনের
কোনো নিরাময় তুমি জাননা-
আমি জানি,
তবু অহংকারের সামনে
বারবার হেরে যাওয়া অসহায়,
ঠিক তোমার মতোই,
খেয়াল করি – তোমার পায়ের নুপুর ,
শিকল হয়ে কামড়ে ধরেছে,
রক্ত ঝরছে ,
তবু তুমি নেচে চলেছ যমরাজের বুকের উপর,
তোমার লখিন্দরকে বাঁচাতে,…….
কিন্তু আমি পারি নি ,
ভরা দ্যুৎসভার সেই হাসির শব্দ
মৃত্যু কেড়ে নিয়েছে,
তাই অসহায় আমি
শুধু নীরবে শুনি তোমার গর্ভযন্ত্রনা,
আর বারবার ফিরে আসি তোমার মৃত্যু দেখব বলে….
শেয়ার করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *