ক্ষেত্রভূমি, বধ্যভূমি – নাসির ওয়াদেন
এ কেমন যুদ্ধ ‘পরিতোষ’? অসম আহবে
তুমি কি দেশভক্তি, দেশপ্রেম দেখাতে পারনি-
পাণ্ডব কারা ? কারাই বা শত্রু কৌরবে
সঙ্গ দিলো , এ কোন যুদ্ধের ছায়া কাহিনী?
নক্ষত্রের দেশে , জোৎস্না মিশেল সুগন্ধি চাঁদে
উঁকি দিচ্ছে তোমার আমার বপন ক্ষেত্রভূমি
নিভন্ত আগুন আবার জ্বললো নিশীথ রাতে
ক্ষেত্রভূমি , বধ্যভূমিতে রক্ত মেশালে তুমি ।
এ যুদ্ধ অসম জোটের, ভালোবাসা নাকি নির্দয়
আমার প্রত্যাশার উর্দ্ধমুখে তুমি বেঁচে রবে মৃন্ময়।