জুড়েঙ্গে লড়েঙ্গে জিতেঙ্গে, কিন্তু জুড়ব কেমনে? – জিতেন নন্দী
ছোটোবেলায় দেখেছি কোনো পরবে বাজার থেকে ফুল বা মালা কেনার চল ছিল না। এমনকি আমাদের দেশের বাড়িতে বিয়ের মালাবদলের মালাটাও পাড়ায় ঘুরে ঘুরে ফুল জড়ো করে এনে গেঁথে নেওয়া হত। বাজারের গোরের মালার একরকম সৌন্দর্য, আর সেই বহু রঙের ফুল জুড়ে জুড়ে গাঁথা মালার ছিল আর একরকম সৌন্দর্য। সবটাই ছিল বাড়ির দিদিদের জোড়বার কেরামতি। ১…