হাথরাস : আন্তর্জাতিক কবিতা দিবসে – অমিতাভ গুপ্ত
১৫ অক্টোবর আন্তর্জাতিক কবিতা দিবস হিসাবে সাধারণত গ্ৰাহ্য, যেহেতু ওই দিনটি কবি ভার্জিলের জন্মদিবস বলে চিহ্নিত। ইতালির গ্ৰামের কবি ভার্জিল খ্রীস্টপূর্ব সত্তর সনে জন্মগ্ৰহণ করে লোকায়ত কবিতার সঙ্গে অভিজাত সাহিত্যের যে সেতুবন্ধন ঘটিয়ে ছিলেন তারই উত্তরাধিকার নিয়ে পরবর্তীকালে এসেছেন শেক্সপিয়ার বা রবীন্দ্রনাথ। রোমান সম্রাট অগাস্টাস অবশ্য ভার্জিলের প্রতিভার সমাদর করেছিলেন এবং তাঁর ঈনীড মহাকাব্যের জন্য…