সুভাষিনী – পিনাকী
সুভাষিনী, তোমাদের দেশে
একেবারে মাটির গভীরে প্রবেশ করার মতন
কোনো মাতৃভাষা নেই?
চারপাশে এত এত শব্দের সমাহার-
লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি শব্দ খরচ করছে, অথচ
ভাষাকে যাপন করছে না।
সুভাষিনী, তোমাদের দেশে
এক্কেবারে নিরক্ষর মায়ের মতন করে বলার
কোনো মাতৃভাষা নেই?
ভাষা থেকে ভাষান্তরে চলেছে সকলে
অক্লেশে, অবলীলায়,অসম্ভব তৎপরতায়, অথচ
ভাষার শিকড় জানে না।
সুভাষিনী, তোমাদের দেশে
মাতৃভাষাহীন মানুষদের মৌনতা উপহার দিও।