সে দেশে কাশ নেই, নেই ছাতিম গন্ধ দিন
আছে পরিযায়ী মন, একলা উদাসীন।
সে দেশে শরৎ নেই, তবুও শারদীয়া
দু’চারটে পুজো সংখ্যা, সাথে নস্টালজিয়া।
তোমার মতই আছে আরও এমন কিছু লোক
আগমনী সুরে সুরে প্রবাস ও কলকাতা হোক।
তোমার অঞ্জলি হোক বিশুদ্ধ পঞ্জিকা মতে
পুজোয় সন্ধি করি চেনা পলে বাঁধা গতে।
উৎসবের গন্ডি নেই, স্কাইপে তোমার পাড়া খুঁজো
দূরত্ব মুছে যাক, ভালো থেকো প্রবাসের পুজো।
সুন্দর লেখা
Thank u ত্রয়ী চ্যাটার্জী and all other members of horofer pashe achi
Jar jonno likhechilam….. Rituparna Das Gupta