অয়ন ঘোষের পাঁচটি কবিতা
যুদ্ধ
পুকুরে ডুব দিয়ে তুলে আনে
শামুক-গুগলি, চুনো-পুঁটি
জলের সংসার টালমাটাল
মাছরাঙার শ্যেন দৃষ্টিতে আগামী যুদ্ধের নিশান উড়ছে।
কিস্তিমাত
দুঃখকে পোষ মানিয়ে
আড়াই চালে মাত
চৌষট্টি খোপ সাজানো আছে
ঈশ্বর আমি মুখোমুখি।
শীত
দু’হাতে তাড়াচ্ছি শীত
আগুন কৌশলে
অরণি শেখাল, ভিতরের কাঁপন থামলে
শীত আপনা থেকেই বসন্তকে পথ করে দেয়।
নিস্তার
একটা কৌণিক বিন্দু থেকে
মেপে নিয়ে যাত্রাপথ
তির্যক আলোর সাথে সুর
বুকের বাঁ’দিকে এসে সংসার পাতল
ঘুম থেকে আর নিস্তার নেই।
বাইরে
কেন গাও এত গান
উপমা নির্ভর
লাল মদে স্নান করে
রঙিন ধাঁধা
এখন
উত্তরের বাঁধা খদ্দের।
জলের ওপর মাত্রাবৃত্ত কেটে
ঘুমিয়ে আছে অক্ষর
হাঁসের নরম
পালকে
রোদের বাষ্প
চোখের বাইরে ডুব দিল পানকৌড়ি।