নাস্তিক ভারত – সৌম্য মালিক

শেয়ার করুন
হারিয়েছি কেবল আমি বাহিরের দৃষ্টি,
চোখের দৃষ্টিতে কেবল দেখেছি কিছুদূর
অন্তরের দৃষ্টিতে সমাজটা হয়েছে চুর চুর।
ধরেছে মিথ্যা সত্যের টুঁটি চেপে
অদৃশ্য ধ্বংসলীলায় সমাজ উঠেছে কেঁপ।
দাঙ্গা,হিংসা,রক্ত নিত্য পরিচয়
ক্ষুধার রাজ্যে পৃথিবী মিথ্যে গদ্যময়।
কুকুরের মতো সুখ আমাদের উচ্ছিষ্ট হাড়ে
যুবসমাজ ব্যস্ত আজি বিকৃত জীবন সমাচারে।
ভাবাদর্শ হয়েছে নিস্তেজ,ঝরেছে শুধুই রক্ত
মৌলবাদের ধর্ম প্রচার আছে কিবা অর্থ?
 বিপ্লববাদের বদলেছে লক্ষ,বদলেছে অভিসন্ধি
মন্ত্রগুলো আমি লিখেছি
উচ্চারণ করতে পারি না।
চিনিহীন কোকোয়ার অভিশাপে;
তোমরা পার অন্তত।
-অফুরান অধীশ্বরও জানাচ্ছে বিদায় সম্ভাষণ
যুদ্ধ নয় শান্তি চাই,বন্ধ হোক রণ।।
ধর্মের ধ্বজাধারীরা  নিয়েছে ছদ্মবেশে
প্রেতাত্মার শান্ত পদচিহ্ন,
অদৃশ্য অমরত্বের পাশে কাঙালের আবেশ।
অনেক খুঁজেছি রক্ষাকর্তা অন্ধকার দেবদারু বন
দু বেলা অন্নের আশায়,আজও আমরা ভিক্ষুক শ্রমণ।
ধর্মের নামে ঘুচে যাক বিভেদ,মারামারি
মৃত্যুকেই স্বাগত জানাক শয়তান মুখোশ’ধারী।
দেব প্রাণ দেব;মুক্তির কোলাহলে
পরমেশ্বর,যীশু,সক্রেটিসের দলে।
রক্তের নেই ধর্ম বিভেদ,কর্ম ক্ষেত্রেও মোরা এক
মুখোশধারী সমাজবাদী;
এই মিলন তীর্থ দেখ।
দেখতে চাই নতুন পৃথিবী,পেতে চাই সাম্যের সংবাদ
বিপর্যস্ত গণতন্ত্র,কন্ঠরুদ্ধ,বুকে আর্তনাদ।
মিলন গ্রন্থে অজেয় এই শতাব্দী গ্রথিত হিন্দুস্থান
এরই মধ্যে Digital India স্বপ্নের সন্ধান।
জনস্রোতে ভাঙবো মোরা অন্যায়ের বাঁধ
বাংলাকে ভালোবেসে জানাবো প্রতিবাদ।।
শেয়ার করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *