জৌনসার-বাওরে বিস্সু পরবে – শিবু মণ্ডল (২য় পর্ব)
দ্বিতীয় ও অন্তিম পর্ব সামনে সারি সারি পাহাড় না পাহাড়ের ছায়া! সব একাকার। তবে ছায়া আছে। জৌনসার-বাওর এর পাহাড়ে ঢেউ খেলানো চাঁদের আলো। মাঝে মাঝে ছায়া দেখে বোঝা যায় পাহাড়ের শরীর আছে, আছে নানা ভাঁজ, আছে লোমশ অরণ্য। এই বৈশাখী পূর্ণিমায় সে শুয়ে আছে না জেগে আছে আমি বুঝতে পারি না। তার শীত শীত করছে…