খেমটির মন – সুমন মহান্তি
চাঁপাশোলের কুলিতে দুপুরের লু বইছে, রোদে ঝলমল করছে শালপলাশের জঙ্গল। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই নিজের মরে যাওয়া মা-কে মনে পড়ল সবিতার। রোগা শরীরে তার মা দিনরাত জঙ্গলে ঘুরত, শালপাতা তুলে মাথায় করে বোঝা বয়ে নিয়ে আসত, কাঠি দিয়ে বুনে থালা তৈরি করে বিক্রি করত মহাজনের আড়তে। কত কষ্টই না করত তার মা। মা তো…