ভয়ের অনুপ্রাস – কাজী জহিরুল ইসলাম
টাইয়ের নটে সকাল বেঁধে রাখি
এই শহরে সকাল এলে আঁতকে ওঠে পাখি
কেউ জানে না কোথায় কি-যে ঘটে ।
আমার নাকি বন্ধ চোখও হাসে
আতঙ্কিত পাখির ডানা ভয়ের অনুপ্রাসে
কানাকানির শব্দ কিছু রটে।
জীবন ফোনে বলল সেদিন রেগে
ঘটবে কিছু আলোর সাথে আলোর ধাক্কা লেগে
অবিশ্বাসের প্রকাণ্ড কান পাতি।
কোথাও কিছু ফাটল নাকি রাতে?
ছন্দহীন এক আওয়াজ জলপ্রপাতে
লোকালয়ে ঢুকল বুঝি হাতি।