বসন্তের আগুন-পাখি – উত্তম দত্ত
আর কিছু নেই হাতের মুঠোয়
মিথ্যে কিছু প্রতিশ্রুতি
একটি দিনের আদিখ্যেতায়
গরীব মায়ের কী আর ক্ষতি ?
কাল থেকে তো আবার সবাই
যে যার মতো ছন্নছাড়া
বুকের মধ্যে ভাষা-পুলিশ
নিদ্রা যাবে লজ্জাহারা ।
সাতটি বাক্যে চোদ্দোটি ভুল
বড্ড স্বাধীন বাংলাভাষা
দেউলিয়া এক জীর্ণ জাতির
মনের গরব প্রাণের আশা ।
ভাষার জন্য রক্ত দিয়ে
মূর্খেরা সব মরেই গেল
থাকলে বেঁচে দেখতে পেত
ব্যভিচারের নষ্ট আলো ।
এই ভাষা তো ভাত দেবে না
জল দেবে না তৃষার্তকে
একটি দিন-ই যথেষ্ট তাই
প্রণাম করি বৃদ্ধা মা-কে ।
নিয়ম করে তুচ্ছ করি
তিনশত চৌষট্টি দিনে
ফেব্রুয়ারির একুশ এলেই
জর্জরিত রক্ত-ঋণে ।
সকাল থেকে সন্ধের আগে
সমস্ত ঋণ শোধ করা চাই
বাদ বাকি দিন বায়স-শিশু
ময়ূর সেজে পুচ্ছ নাচাই ।
তবু আমার বাংলা ভাষা
প্রাণের ভিতর তুফান তোলে
বুকের ভিতর কোথায় যেন
ফাগুন এলেই আগুন জ্বলে ।
** উত্সর্গ : ঘুমন্ত ও জাগ্রত সমস্ত বাঙালিকে