আত্ম প্রত্যয় – সাদিয়া তাহমিন মিশু
আমি জন্মেছি এই ধরণীর কোলে
যেভাবে এসেছিল আমার বাবা-মা, ভাই- বোন,
যেভাবে এসেছ তোমরা– আমার স্বজন,
আমি বাঁচতে তাই আমার অধিকারের ছায়ায়
আমারই কর্মযজ্ঞে– শাণিত চেতনায়।
আমার আছে দুখানি হাত, দুটো চোখ,
আমার আছে উর্বর মস্তিষ্ক– কল্যাণী বোধ,
আমি বাঁচবো আমার হিম্মত বলেই-
আমিও জানি– পৃথিবীর আদিগন্ত ইতিহাস,
আমি ফেলবো না কোন ক্লেদার্ত দীর্ঘশ্বাস।
আমি তুলে নিতে জানি যুদ্ধের হাতিয়ার
আমি ধরতে জানি তীক্ষ্ণধার কলম
আমি এগিয়ে যাবোই বহুদূর- দূরন্ত, দূর্ণিবার,
আমি একান্ত মননের শৈল্পিক কল্পনায়
গড়ে নেব আমার জীবনের ছায়াময় অধ্যায়।
আমি জানি, নব সৃষ্টির যাবতীয় ব্যাকরণ,
আমি জানি, মঙ্গলের সুর- স্বরলিপি- গান,
আমি জানি, আকাশ ও মঙ্গলের অভিযান,
আমি থাকবো না বোসে মন খারাপের বারান্দায়
আমি উড়বোই- আমার স্বাধীন মুক্ত ডানায়।
করুণার চোখ, লোলুপ দৃষ্টি, সুনগ্ন জিহবা-
আমার সীমানা হতে সরাও কাপুরুষ
আমি জননী ও জায়া, আমি অভিমানী কন্যা,
আমার আমাতে পৃথিবীর অনন্ত উপাখ্যান
আমি মমতাময়ী, আমিই অগ্নিময়ী গান।
কেবল আগরবাতির সুরভী ছড়ায়ে যাব?
কেবল বাড়াবো হাত- অসহায় অবনত?
আমি হবো আমারই জন্মের কলঙ্কিত অপমান?
সে হবে না, সে তো কখনোই হবার নয়,
আমিও হবো নিশ্চয়- নক্ষত্র জ্যোতির্ময়।
আমি জন্মেছি এই ধরণীর কোলে
নারীর অবয়বে তোমাদের মতোই মানুষ,
আমিও অংশ এক এই সমাজ ও সভ্যতার।
আমি দিগন্ত ব্যাপ্ত অসীম শক্তির আধার
আমি ছিনিয়ে নেবোই- আমার অধিকার।