Not All Men – উপাসনা ঘোষ
সবসময় মনে রাখুন #NotAllMen
ধর্ষিত হতে হতে আওড়াতে থাকুন #NotAllMen
মুখে এসিড পড়লে কাতরাতে কাতরাতে জ্বলে যেতে যেতে চেঁচান #NotAllMen।
রাস্তায় পা রাখা মাত্র ক্যাট কলিং শুনলেই একগাল হেসে বলুন #NotAllMen
ট্রেনে বাসে বুকে পাছায় কোমরে হাত পড়লেই বিড়বিড়ান #NotAllMen
মেসেঞ্জার ভর্তি অদ্ভুত অশ্লীল মেসেজ পেতে পেতে শুনুন “লিখলে তো সইতেই হবে” “এতই সমস্যা তো লেখ কেন?” ওরাও আসলে জাস্ট #NotAllMen
স্ট্যাটিস্টিক্স নামক বিষয় ভুলে, মনস্তত্ব বিজ্ঞান ও পাঁচ হাজার বছরের ইতিহাস ভুলে জপ করুন #NotAllMen
ন্যাকা ন্যাকা “ক্যা তুম সমঝতি হো” মার্কা বুদ্ধিহীন ভিডিও দেখে নিজে আন্ডারপ্রিভিলেজড (মেয়ে বা ট্র্যান্সজেন্ডার) হয়ে আহ্লাদে গলে জল গায়ের রক্ত জল করে গাম্বাট প্রিভিলেজড (পুরুষতান্ত্রিক পুরুষ ও নারী) দের তালে তাল মিলিয়ে বলুন, ওমা তাইতো #NotAllMen।
“মেয়েরা মায়ের জাত” শুনে জরায়ু মধ্যে পেজজাপতি ঝাপটিয়ে দুহাত বাড়িয়ে বুকে টেনে নিন, কিংবা “লগা দে চাঁদ পেড়ে এনে দিই” ভাব করুন, করে বলুন #NotAllMen।
“তোদের ঘরে মা বোন নেই” ধরনের আকাট বাক্য বারবার বলে প্ৰমাণ করতে থাকুন মা বোন ছাড়া বাকিদের ধর্ষণ বা মলেস্ট করাই যায়, এবং মা বোন স্ত্রী কন্যা ইত্যাদি ছাড়া মেয়েছেলের কোন স্বতন্ত্র অস্তিত্ব নেই এবং অবশ্যই এই ধারণা তৈরি করার কোন দায় নেই #NotAllMen এর।
যৌন হেনস্থার কথা শুনলেই মুখ ভেটকে বলুন ছেলেদের ও হয় কিন্তু এড়িয়ে যান পার্সেন্টেজ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়েসের রেঞ্জ। দুমাস থেকে পঁচাত্তর ইন কেস অফ আপনাদের বহুচর্চিত গুদধারীণি রা। ওলে ছোনালে আপনি নোংলা কতা লোকেচ্ছাম্নে বলেন্না? তালে তো আপনি নিচচই #NotAllMen
বেশ্যা শুনলে আঁতলামি করে বলুন “ওমা বেশ্যা রা কি মানুষ না, নাকি বেশ্যাবৃত্তি পেশা না?”, কিন্তু ভুলে যান বেশ্যবৃত্তির উদ্দেশ্য সমস্যা এবং বেশ্যা সম্মোধন এর পেছনের অসম্মান, কারণ #NotAllMen এর দলে এখন যুক্ত হয়েছেন কিছু #আঁতেল ।
মাদারচোদ বাঞ্চত মাগী মাগীবাজ খানকি চুদির ভাই রোজ শুনুন বলুন এবং ভাষার সঙ্গে ধর্ষকাম এর সম্পর্ক অস্বীকার করে বলুন ওহ এসব তো জাস্ট জোক, কারণ #NotAllMen আপনাকে এটা সুচারু ভাবে শিখিয়েছে। নিজের ভুল মানায় এবং সংশোধনে কত ঝামেলা!!
মার খেতে খেতে ঠোঁটের কোণের রক্ত মুছে দাঁতে দাঁত চেপে বলুন #NotAllMen।
লোড করুন আর্গুমেন্ট 498A এর শিকার কজন পুরুষ, ফাঁকতালে ভুলে যান 498A বানাতে হয়েছিল কেন এবং এখনও প্রয়োজন কেন #NotAllMen
আর এইযে খানকি বেশ্যা মাগি রেন্ডি কিংবা স্লাট এর দল, আপনারা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বাড়ি ফিরে রান্না করতে করতে গুনগুনান #NotAllMen। করতে অস্বীকার করলে খারাপ বউ ট্যাগ এড়াতে বলুন আঁকড়ে ধরুন #NotAllMen
আপনার খুব ভালো, একদম অন্যরকম বর রান্না বা ঘরের কাজে একটু সাহায্য করলেই পাছার কাপড় খুলে বলুন এইদেখ #NotAllMen, কারণ ওটা #NotAllMen এর #বদান্যতা বলে আপনাকে শিখিয়ে দিয়েছে #NotAllMen।
শ্বশুরবাড়ি যেতে যেতে, সিঁদূর লেপ্টে লেপ্টে, হিজাবে মাথা মুড়ে, বোরখায় শরীর মুড়ে চিল্লামিল্লি করুন এটা চয়েস চয়েস চয়েস, এবং রাতে ফিরতে দেরী কেন জবাব দিতে দিতে স্লোগান তুলুন #NotAllMen।
ওহ একদম ভাবার চেষ্টা করবেন না “মেয়েলি” শব্দের মধ্যে লুকিয়ে থাকা অপমান, পৌরুষ স্বামী পতি ইত্যাদি শব্দের মধ্যে গাঁথা আধিপত্য কারণ ওসব আপনাকে ভাবতে শেখায় নি #NotAllMen।
পিরিয়ডে লজ্জা পান, আর বুকের খাঁজ কোমর এবং পারলে হাত পায়ের নখ অব্দি ঢাকতে ঢাকতে বলুন #NotAllMen।
মনে রাখবেন ‘লজ্জা নারীর ভূষণ’, ‘মেয়েরাই শুধু ঝগড়া করে’, ‘মেয়েরা বেশী কথা বলে’, ‘মেয়েরা মেয়েদের শত্রু’, ‘মেয়েমানুষের __ ইত্যাদি (সব জানিও না) ইত্যাদি আপ্তবাক্য যা আপনাকে পাখিপড়া করিয়েছে #NotAllMen
নারীবাদ কী কেন এবং এই মুহূর্তে (সমাজ ও সময়ের চাহিদা অনুযায়ী) পৃথিবীতে তার কী প্রয়োজন সেসম্পর্কএ বিন্দুমাত্র পড়াশোনা বা উপলব্ধি না করেই তেড়ে আসুন কিংবা নিশ্চয়ই “রেন্ডিটার প্রেম টেঁকেনা’ আর “কাজের মাসির মত দেখতে” বলে নারীবাদী হয়েছে, ইত্যাদি ভীষণ বুদ্ধিদীপ্ত ও শিক্ষার আলোয় ঝলমলিকৃত বাক্য বলে খ্যাঁকখ্যাঁক করে হায়েনার মত চোখমুখ করে তালিয়াঁ নিন #NotAllMen
ওহ হ্যাঁ, ক্রিকেট খেলার সময় বাংলাদেশ পাকিস্তান এর মা বোন চুদতে ভুলবেন না কিন্তু #NotAllMen।
রেপিস্ট এর মা বোন কেও চুদে প্ৰমাণ করে দিন আপনি #NotAllMen।
#NotAllMen আর্গুমেন্ট টি দেবার প্রয়োজন কাহাদের পড়িয়াছে এবং কোন অন্তঃস্তলের কোন জটিল বিক্রিয়া হইতে উহা উঠিয়া আসে তাহা ভাবিয়া বের করিবার ক্ষমতা আপনাকে ইস্কুলে শেখায় নি #NotAllMen।
তাই ডমিনজ চিজ বার্স্ট পিজার মত কোঁত কোঁত করে গিলে খান যাযাআপনাকেমুখস্তকরানোহয়েছে #NotAllMen
আপনি পুরুষতান্ত্রিকতার সংজ্ঞা জানেন না বলে ক্রমাগত ‘পুরুষবিদ্বেষী লেখেন ক্যানো এবং ‘হ্যাঁ আপনি পুরুষবিদ্বেষী’ বলে ইনবক্সে জ্ঞান মারান কিংবা অজস্র মিম বানান, আপনি নিশ্চয়ই #NotAllMen বাহিনী তে যোগ দেবার যোগ্যতা অর্জন করতে পারবেন।
আর হ্যাঁ খবরদার আমার মত #বাড়াবাড়ি করা নারীবাদী শয়তান হয়ে একঘরে হবেন না ও পুরুষবিদ্বেষী তকমা পাবেন না। বরং ভালো হোন, ভয় পান, শান্তিতে থাকুন এবং হুঙ্কার দিন #NotAllMen
পুনশ্চঃ শিশ্নযুক্ত প্রকৃত সহযোদ্ধা হাতে গোনা, তাদের দেখলে মায়া হয়। আহারে বেচারা গুলো লেডিস, স্ত্রৈণ কিংবা ‘নিশ্চই ঐটা জানিস তো (ফিসফিস খিক্ষিক)’ বলে খিল্লি খায়।
সবাই বল… জয় #NotAllMen বাবা কি জয়!!!