সঞ্জীবন – কৌশিক গুপ্ত
পদব্রজের ভেতরে থেকে যাবে অবধারিত রেললাইন
শরীরের ওপর লাফিয়ে পড়া ট্রেনের অনিবার্যতা
কালো বোতলের গায়ে লেবেল পাল্টে পাল্টে আসে
শিবের পিঠে আসীন নিজেরই দেহ থেকে দূরে
চালিত করছ বাকি পর্ব সুদর্শন চক্র হাতে
এই অচেতনকে বিকীর্ণ করে ফেলছ বীজের পরিচয়ে
ভূমিতে পড়ার আগেই অর্চিষ্মান খন্ডগুলি জ্বেলে দেবে
পক্ষীশাবকের সাবালক হতে যে ক’টা স্তবক বাকি
জন্মান্তর অভিমুখে কড়া নেড়ে নেড়ে সংগ্রহ করা
তাদের ডানার নষ্টপালক বিসর্জন সমারোহে
ফেরার টিকিট নিশ্চিত করা রইল একই ডাকনামের
বহুবিধ এই সাড়ার গভীরে, দেখা হয়ে যাবে —
অভিসারী রশ্মিগুচ্ছের জংশনে এখন তোমার বাড়ি ।