একলা নারী – সোহিনী সামন্ত
ধ্রুবতারার জ্বলজ্বলে অনুভূতিতে লক্ষ্যভেদের ব্যাপক আশা,
পথের মোড়ে একলা হেঁটে চলার বিশেষ অভিধান ,
উন্মুক্ত করে পাখির মতন স্বাধীন অভিব্যক্তির অক্লান্ত নেশা……
স্যাঁতস্যাঁতে চৌরাস্তায় , কাঁকড় বিস্মৃত লালমাটি…………
শত্রুর দামামা বাজে বকুলের অসহায়তায় ……
দুর্বহ পথে একলা নারীর গৌরবের জয়গান,
মুগ্ধ পলাশ ছুঁয়ে যায় একান্ত স্বাধীনতায়……।।