আঁধার-প্রবাসী – সাগর সূত্রধর
হেথা হতে যাও, পুরাতন।
হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে।
আবার বাজিছে বাঁশি, আবার উঠিছে হাসি,
বসন্তের বাতাস বয়েছে।
চলে গেছি আমি, দূরে, বহুদূরে, শত-অভিমান ভরে
ফিরবো না জেনো কোনোদিন, বিদায় চিরোতরে।
শুভ্র মেঘ য্যামন অস্পৃর্ষনীয় সুন্দর সুদূর আকাশে
তারা-ফুল শুধুই দেখা যায় নক্ষত্র প্রকাশে।
শ্রান্ত দিঘিতে ফোটে যেমন ক্ষণিকের আলো-ছায়ার খেলা
তোমার জীবনে আজ আমি শুধুই স্মৃতিচিহ্নের মেলা।
যেদিন ভালোবাসতে, শোনাতে নতুন যতো কবিতা
প্রথম পাঠক হয়ে হারাতাম প্রণয়ে। কাটতো দীনতা।
এতো ভালোবাসা, প্রাণে প্রাণে হাসা, ফুরলো সুদিন
নতুন বসন্তে নব-ফুল-গ্রন্থিতে গাঁথো মালা নিশি-দিন।
দূরেই যদি ঠেললে তবে ক্যানো দীর্ঘশ্বাস বয়ে বেড়াও
গল্প-কবিতা-গানে আজো ক্যানো আমাকেই নায়িকা বানাও?
বাঁশির সুরে, সন্ধ্যালোকে, নিভৃত-নির্জনে খুঁজে যাও পুরনোকে
কথামতো আর আলোতে নেই, আঁধারে মিলিয়েছি নিজেকে।।