|

মৃত্যু-উপত্যকায় বসন্তের কবি – আশিস ভৌমিক

শেয়ার করুন
সিন্ধু নদের উপত্যকায় দাঁড়িয়ে হে বসন্তের কবি,
তুমি কি শুনতে পাও ?
কোনও মিলনোৎসবের সুর !
মরু-দেশ হতে ভেসে আসা বালুকণার
শতাব্দী প্রাচীন পলির স্তরে কি খুঁজে পাবে ?
কোনও মিষ্টি প্রেমের গীতি কাব্য!
উর্বর মাটির গন্ধ নিয়ে
তোমার কলম কি লিখবে ?
কোনও চাষির ফসল তোলা নবান্নের গান ।
এখানে আঁধার কাটিয়ে লাল সূর্য ঘোষণা করে
সভ্যতার ভোর ।
আবার দিনান্তের রক্তিম আভা জানায় কালের সমাপ্তি ।
শ্মশানের স্তব্ধতায় জেগে থাকে সুখতারা ।
অসমাহীত হাড়ের স্তূপে হোঁচট খেয়ে দেখবে
হাজার হাজার প্রেতাত্মা !
করুন চোখে তাদের আকুতি ,
“লেখো কবি লেখো, আমাদের জীবনের ছবি ;
অনিবার্য পরিনতি ! “
কিন্তু তুমি তো শপথ করেছিলে
সুন্দরের উপাসনার !
সবুজ বন-প্রান্তর, জোৎস্না রাত
যেখানে তুমি অনায়াসে চলে যাও সুখবিলাসে ।
যেখানে ভোর হয় পাখির কলতানে
সন্ধ্যা নামে গাছের ছায়ায় ,
সুখ-সারি গল্প করে আঁধার রাতে।
এরা তোমার কেউ না কবি !
এদের পাথুরে হৃদয়ে
পতঙ্গের অন্ধ জাত্যাভিমান !
উগ্র দেশপ্রেম,ধর্মান্ধতায় আচ্ছন্ন এদের মন ।
তবু দু-ফোঁটা চোখের জল ঝরুক তোমার কলমে,
শপথ ভেঙে হে কবি ,
তোমার কবিতায় ফুটে উঠুক এদের জীবনের ছবি ,
যারা হারিয়েছিল সুখী গৃহকোন অন্ধ আবেগে ।।
শেয়ার করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *