সীমিত ওভারের ক্রিকেট ও ভারত – সুমিত গঙ্গোপাধ্যায়
‘ক্রিকেট’ শব্দটা উচ্চারণ করলেই বর্তমানে দুটি আলাদা প্রজন্মের কাছে দুই রকম অর্থ দাঁড়ায়; দুই না বলে তিন বলাই ভালো। প্রথম প্রজন্ম যাঁদের কাছে ক্রিকেট মানে দীর্ঘমেয়াদি দুই ইনিংসের সাদা পোশাকের লাল বলের খেলা। দ্বিতীয় প্রজন্মের কাছে ক্রিকেট মানে প্রথম প্রজন্মের ধারণার সঙ্গে একদিনের ক্রিকেট অর্থাৎ কিনা সাদা পোশাকের লাল বলে সকালে খেলার কথা মনে হবে…