হিন্দি বলয়ের উপেক্ষিত এক উত্তমপুরুষ – প্রবীর মিত্র
[কিছুদিন আগে আমরা পেরিয়ে এলাম উত্তমকুমারের ৪১তম মৃত্যুবার্ষিকী (২৪শে জুলাই, ১৯৮০)। আজ এত বছর পরেও আপামর বাঙালির হৃদয়ে উত্তমকুমার এক ম্যাটিনি আইডল। আজ এই লেখার মাধ্যমে বাঙালির এই উত্তম আবেগকে একটু অন্যভাবে তুলে ধরার চেষ্টায় রইলাম।] ছোটো থেকেই অরুণের মাথায় ছিল থিয়েটার-এর পোকা, স্বপ্ন দেখতেন বাংলা ছবির নায়ক হবার, সিনেমার প্রমথেশ বড়ুয়া, কে.এল. সায়গল ও…