বর্ষশেষের কলকাতা : কলকাতার ক্রিকেট (পর্ব ১৫) – সুমিত গঙ্গোপাধ্যায়
পর্ব ১৫ পুলিশ ছাত্রদের সরে যেতে অনুরোধ করছে। তাঁরা কোনোমতেই রাজি নয়। প্রচুর ছাত্রছাত্রী জমা হয়েছে ওয়েলিংটনে। টি এর পরে ক্রিস্টোফানীর বলে হুক করে নির্মল আবার চার মারেন। তারপরেই পার্থসারথী (৪) আউট (১৩০/৯)। শেষে ক্রিস্টোফানীর হাতে প্রাইসের বলে ক্যাচ দিয়ে আউট হলেন নির্মল (১১)। পূর্বাঞ্চল ১৩০ অল আউট।ব্যাট করতে নামল অস্ট্রেলিয়ান সার্ভিসেস। এদিকে উত্তাপ বেড়েই…